ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আইএস সন্দেহে মালয়েশিয়ায় ১ বাংলাদেশি গ্রেফতার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ১ জুন ২০১৮

অস্ত্র চোরাচালান ও ধর্মীয় স্থাপনায় হামলা পরিকল্পনার সন্দেহে মালয়েশিয়ায় ১৫ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শুক্রবার মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সন্দেনভাজনদের মধ্যে এক বাংলাদেশিসহ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।

মালয়েশিয়া পুলিশের প্রধান মোহাম্মদ ফুজি হারুন বলেন, এদের মধ্যে ৬ মালয়েশীয়, ৬ ফিলিপিনো, এক বাংলাদেশি ও উত্তর আফ্রিকার এক দম্পতিকে গত মার্চ থেকে মে মাসের মধ্যে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, কুয়ালালামপুরের বিনোদন কেন্দ্র গীর্জা, হিন্দু মন্দিরের হামলার পরিকল্পনা করেছিল ১৭ বছর বয়সী এক মালয়েশীয় শিক্ষার্থী। এই হামলায় ব্যবহারের জন্য ছয়টি মোলোতোভ ককটেল তৈরি করেছিল সে।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন সদস্য ওই শিক্ষার্থী উন্মুক্ত জায়গায় তার তৈরি একটি ডিভাইসের পরীক্ষা চালায়। গত এপ্রিলে তাকে আটক করা হয়। ওই পরীক্ষা চালানোর এক ঘণ্টা পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে হামলার হুমকি দেয় সে।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রে অমুসলিম ভোটারদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে গত ৯ মে ৫১ বছর বয়সী এক মালয়েশীয় নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গ্যাস সিলিন্ডার ভর্তি একটি গাড়ি অমুসলিমদের ধর্মীয় স্থাপনায় চালিয়ে দেওয়ার পরিকল্পনাও করেছিল এই নারী।’

ফুজি বলেন, ‘জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেওয়ার উদ্দেশে তুরস্ক থেকে সিরিয়া যাওয়ার চেষ্টা করে ৩৩ বছর বয়সী এক মালয়েশীয় যুবক। পরে তুরস্ক সরকার মালয়েশিয়ায় ফেরত পাঠালে তাকে গ্রেফতার করা হয় । এ ছাড়া পুলিশ কর্মকর্তাদের অপহরণের পর হত্যা ও ধর্মীয় স্থাপনায় হামলা পরিকল্পনার অভিযোগে আরও দুই মালয়েশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

ফুজি হারুন বলেন, ৪১ বছর বয়সী বাংলাদেশি ওই নাগরিক সন্ত্রাসীদের কাছে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ফিলিপাইনের মারায়ি শহরে ইসলামি জিহাদীদের জন্য অস্ত্র সংগ্রহের অভিযোগে বোর্নিও দ্বীপ থেকে অপর এক মালয়েশীয় ও ছয় ফিলিপিনোকে গ্রেফতার করা হয়। গত বছর ফিলিপাইনের মারায়ি শহরটি ছয় মাস ধরে জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল।

গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেশটিতে শত শত সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

সূত্র : এসোসিয়েট প্রেস (এপি) 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি