ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৪ জুন ২০১৮ | আপডেট: ১৪:৪৫, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পরমাণু নিরস্ত্রীকরণ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের বহুল আলোচিত বৈঠকের ফলাফল নিয়ে দক্ষিণ কোরিয়া সফরে এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একইসঙ্গে বড় ধরনের নিরস্ত্রীকরণের জন্য ২০২০ সাল পর্যন্ত সময়ও বেঁধে দেন তিনি। আর এরজন্য যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া একযোগে কাজ করবে বলে জানান পম্পেও। এসময় উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে কিভাবে যাচাই করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুদ্ধ হন পম্পেও। ১২ জুন সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক শেষে যৌথ চুক্তিতে কোরীয় উপদ্বীপে পূর্ণাঙ্গ পারমাণু নিরস্ত্রীকরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন ট্রাম্প-কিম। তবে কখন ও কিভাবে উত্তর কোরিয়া অস্ত্র ত্যাগ করবে তার বিস্তারিত কিছুই ছিল না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি