ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাহুল কাশ্মীর সংকট নিরসনে সক্ষম : বিজেপি নেতা কালকারনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১৯ জুন ২০১৮

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কাশ্মীর সংকট নিরসনে সক্ষম-এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপির উপদেষ্টা সুধেন্দ্র কালকারনি। বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানির ঘনিষ্ট হিসেবে পরিচিত কারকারনি এও বলেছেন যে, দেশের প্রধানমন্ত্রী হওয়ারও যোগ্যতা রাখেন রাহুল।

মুম্বাইয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় কালকারনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার পাকিস্তান ও চীনের সঙ্গে বিদ্যমান দীর্ঘদিনের অমিমাংসিত বিষয়গুলো নিরসনে ব্যর্থ হয়েছে।

বিজেপির এই নেতা রাহুল গান্ধীর উচ্চসিত প্রশংসা করে বলেন, রাহুল গান্ধী বড় হৃদয়ের একজন নেতা। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সময়ের কাশ্মীর সংকট নিরসনে সংলাপ জরুরি। সেই সংলাপের জন্য রাহুলের বড় হৃদয়ের নেতা দরকার। কালকারনি মনে করেন, প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের এখনই সময়। এমনটি হলে বিশ্ব মঞ্চে ভারতের নেতৃত্ব প্রশংসিত হবে।

অনুষ্ঠানে কংগ্রেস নেতা সালমান খুরশিদ অংশ নেন। তাঁর ‘স্পেকট্রাম পলিটিক্স’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।

সূত্র : জিনিউজ।

/ এআর /

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি