ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছয়বার কিডনী প্রতিস্থাপনের পরও সুস্থ যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জন্মের পর থেকে এখন পর্যন্ত ছয় বার কিডনী প্রতিস্থাপন করা হয়েছে শরীরে। কিডনীর বিরল রোগ বিলিয়ারি আটরেসিয়াতে আক্রান্ত ২৩ বছরের ওই যুবক এখন সুস্থ। আগামী সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা।

স্টিভেন ফিয়াটলে বাস করেন ইংল্যান্ডের সাফক এর স্টক এশ এলাকায়। জন্মের পরপরই তার দেহে বিরল ঐ রোগ দেখা দেয়। ঐ রোগের ফলে কিডনীর কোন কোন অংশ খুবই সরু এমনকি বন্ধ হয়ে থাকে।

জন্মের মাত্র ছয় সপ্তাহের মাথায় স্টিভেনকে প্রথমবার হাসপাতালে ভর্তি করা হয়। আর ১৪ মাস বয়সেই তার কিডনী প্রতিস্থাপন করা হয় প্রথমবারের মতো। আর গত বছরের নভেম্বরে শেষ বার তার দেহে কিডনী প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। ২৩ বছরের এই জীবনে এখন পর্যন্ত ১৫ বার ছুরি কাঁচির নিচে দিয়ে যেতে হয়েছে স্টিভেনকে।

স্টিভেনের শরীরে শেষ অস্ত্রোপচারটিসহ সবগুলো অস্ত্রপোচারই করেন বিখ্যাত লিভার সার্জন বিশেষজ্ঞ প্রফেসর নিগেল হিটন।  

স্টিভেনের পারিবারিক সূত্রে জানা যায়, আগামী সেপ্টেম্বর থেকে সাফক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু করবেন তিনি। সেখানে হিসাববিদ্যা নিয়ে পড়বেন স্টিভেন ফিয়াটলে।

সূত্রঃ ডেইলি মেইল

//এস এইচ এস// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি