ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরে গভর্নরের শাসন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২০ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৬, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গভর্নরের শাসন জারি করেছে ভারত সরকার। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগের পরই বিতর্কিত এই অঞ্চলের দায়িত্ব তুলে দেওয়া হয় প্রেসিডেন্টের মনোনীত গভর্নর এনএন ভোহরার হাতে। এখন থেকে পরবর্তী কোয়ালিশন সরকার বা নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত তিনিই অঞ্চলটি শাসন করবেন।

এর আগে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ দল পিডিএফের সঙ্গে কোয়ালিশন ছিন্ন করে ক্ষমতাসীন দল বিজেপি। এরপর গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মেহবুবা মুফতি। বিজেপি জানায়, তিন বছরের জোট ভাঙ্গতে তারা বাধ্য হচ্ছেন। কারণ হিসেবে তারা বলছেন, এই অঞ্চলে ব্যাপকহারে সহিংসতা বাড়তে থাকায় মেহবুবা মুফতির সঙ্গে তারা জোট ধরে রাখতে রাজি নয়।

এদিকে এক বিবৃতিতে বিজেপি জানায়, কাশ্মীরের প্রভাবশালী সাংবাদিক সুজাট বুখারির হত্যার ঘটনায় বিজেপি ও মেহবুবা মুফতির মধ্যে ফাটল ধরে। এর জের ধরেই বিজেপি মেহবুবা মুফতির কাছ থেকে শাসন ক্ষমতা কেড়ে নিতে কোয়ালিশন ভেঙ্গে দেয়। জানা গেছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে এখন থেকে এনএন ভোহরা রাজ্য শাসন করবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি