ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় হামলা চালিয়ে ৪৫ আইএস যোদ্ধাকে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিরিয়ায় ইসলামিক স্টেটের আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ৪৫ আইএস যোদ্ধাকে হত্যা করেছে ইরাকি বাহিনী। গত এক মাসের মধ্যে এটা ইরাকি বাহিনীর দ্বিতীয় হামলা।

গতকাল শনিবার ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে দেই আজ জোর প্রদেশের আইএস ঘাঁটি
লক্ষ্য করে একটি এফ-১৬ বিমান হামলা চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এতে আইএসের বেশ কয়েকজন সিনিয়ন নেতার মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে।

এদিকে কোনদিন হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে বিবৃতিতে বলা হয়, আইএসের খলিফা দাবি করা আবু বকর আল বাগদাদী ওই অভিযানে নিহত হয়েছেন।

এদিকে বিমান হামলায় মাটির নিচে বানানো তিনটি বাঙ্কারও বিধ্বস্ত হয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদীর এক আদেশের ভিত্তিতেই ওই হামলা চালায় দেশটির বিমানবাহিনী।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি