নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৮৬
প্রকাশিত : ১২:২১, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৪:৫৬, ২৫ জুন ২০১৮
নাইজেরিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় এলকায় ছয়টি গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে দাঙ্গায় আহতের পরিমাণ কয়েকশ’ ছাড়িয়েছে। এ ছাড়া গাশিস জেলার ছয়টি গ্রামের অন্তত ৫০ টি ঘর-বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘটনায় প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি বিবৃতি দিয়েছেন। এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বুহারি বলেন, এই ঘটনার পেছনের কারিগরদের গ্রেফতারের আগ পর্যন্ত সরকারি সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
এই ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট বুহারি। ছয়টি গ্রামে ভ্রমণ শেষে বুহারি বলেন, আপনারা শান্ত হোন। খুব শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন