ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীরের হিটলিস্টে বিচ্ছিন্নতাকামীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৬ জুন ২০১৮

কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি হতেই অঞ্চলটিতে সন্ত্রাস দমনের নামে স্বাধীনতাকামীদের ধরতে হিটলিস্ট তৈরি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে অন্তত অর্ধশতাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকে এই হিটলিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতেই এই হিটলিস্ট তৈরি করা হয়েছে। এই তালিকায় হিজবুল মুজাহিদিনের ১১ জন, লস্কর-ই-তই ২১ জন, জয়েশ-ই-মহম্মদের দু’জন এবং আনসার-গাজওয়াত উল-হিন্দের এক সন্ত্রাসীসহ আরও বেশ কয়েকজন স্বাধীনতাকামী নেতা রয়েছে।

কোনো ১ জঙ্গি মোট কতজনকে হত্যা করেছে, এলাকায় তাদের কতটা প্রভাব, জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার ও তার প্রভাব বিস্তারেই বা তার কী ভূমিকা, এই সবকিছু খতিয়ে দেখেই এই তালিকা তৈরি করা হয়। সাধারণভাবে একজন ‘এ++’ ক্যাটাগরিভুক্ত সন্ত্রাসীর মাথার দাম ধার্য করা হয় ১২ লাখ রুপি। এই হিটলিস্ট ধরেই এবার বড়সড় অভিযানে নামমে দুদল।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি