ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ওমানে ৩০০ নারী প্রবাসী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৬ জুন ২০১৮

ওমানের রাজধানী মাসকটের আল-খোয়াইর শহর থেকে ৩০০ জন নারী প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। রয়েল ওমান পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

নৈতিকতা লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশের তথ্য মতে, গ্রেফতারকৃত নারীদের অধিকাংশ এশীয় এবং আফ্রিকান।

পুলিশ জানায়, এর আগে অনৈতিক কাজের অভিযোগে একই শহর থেকে ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের তথ্যের ভিত্তিতেই নতুন করে ৩০০ জনকে গ্রেফতার করা হয়।

ওমান রাজ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, আল খুওয়াইর জেলা খুবই ব্যস্তপ্রবণ একটি এলাকা। বিশেষ করে রাতে। সেখানে প্রচুরসংখ্যক রেস্টুরেন্ট, কফি শপ (শিশা) রয়েছে। রাতে সেখানে ভীর থাকে প্রচুর।

তিনি জানান, নিশ্চিত হওয়ার পরই আমরা ব্যবস্থা নিয়েছি এবং নারীদের গ্রেফতার করেছি। তবে গ্রেফতারকৃত নারীদের মধ্যে কোনো কিশোরী নেই বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

এর আগে চলতি বছরের মার্চে অভিযান চালিয়ে ২৪০  প্রবাসী নারীকে প্রতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

তথ্যসূত্র: টাইমস অব ওমান।

 

এমএইচ/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি