ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্রাকে আগুনে নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২৯ জুন ২০১৮

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্রাকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দেশটির লাগোস শহরে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য দেওয়া হয়।

জ্বালানিবাহী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারানোর পর অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এসসময় পাঁচটি বাসসহ অন্তত ৫০টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: সিএনএন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি