ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১০০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১১:৪৭, ৩০ জুন ২০১৮

লিবিয়া উপকূলে নৌকাডু্বিতে শিশুসহ ১০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নৌকাডুবির পর এখনো পর্যন্ত ওই ১০০ শরণার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে লিবিয়ার কোস্টগার্ড।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ক্রিস্টিন পিটার জানান, লিবিয়ার উপকূলে নৌযান ডুবির ঘটনায় ১০০ বা তার বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ওই তিন শিশুও আছে। উন্নত জীবনের আশায় তারা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছিল।

সম্প্রতিকালে লিবিয়া শরণার্থীদের জন্য অভয়াশ্রম হিসেবে দেখা দিয়েছে। আইওএমের তথ্য অনুযায়ী, ইউরোপের উদ্দেশে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌডুবিতে হাজারো মানুষ মারা গেছে। শুক্রবার নৌডুবির পর মাত্র ১৬ জনকে উদ্ধার করত পেরেছে লিবিয়ার কোস্টগার্ড। উদ্ধার কাজ এখনো চলছে বলে জানিয়েছে কোস্টগার্ডের এক সদস্য।

আইওএমের মুখপাত্র ক্রিস্টিন পিটার সিএনএনকে বলেন, ‘পাঁচ বছরের কম বয়সী তিন শিশুর মৃতদেহ আমরা উদ্ধার করেছি। কতজন নিখোঁজ আছে বা মারা গেছে আমরা জানি না।’ আইওএম জানিয়েছে, ঘটনাস্থলে চিকিৎসকদের পাঠানো হয়েছে। মানবিক মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে ইঞ্জিনের ভয়াবহ বিস্ফোরণে কারণেই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পৃথক ঘটনায় লিবিয়ার কোস্টগার্ড প্রায় ৩৪৫ জন অভিবাসীকে উপকূলে ফিরিয়ে নিয়ে গেছে। ২০১৮ সালে প্রায় ১০ হাজার ২০০ জনকে লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হয়। তারা সবাই সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাচ্ছিল।

সূত্র: আলজাজিরা, সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি