বলিভিয়ার প্রেসিডেন্টের জরুরি সার্জারি
প্রকাশিত : ১১:৫৩, ৫ জুলাই ২০১৮
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মুরালেসকে শল্য চিকিৎসকের ছুরির নিচে যেতে হয়েছে। সম্প্রতি ছোটো একটি টিউমার ধরা পড়ায়, সার্জারি করাতে হয়েছে এই প্রেসিডেন্টকে।
২০০৬ সাল থেকে মুরালেস (৫৮) দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনেও লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালে থাকা অবস্থায় নিজের ছবি পোস্ট করে মুরালেস লিখেন, আমি শতভাগ সুস্থ আছি। আপনাদের দোয়া, একতা এবং আশীর্বাদের প্রতি আমি কৃতজ্ঞঅ
শারীরিক অসুস্থতা ধরা পড়ার পর লা পেজের একটি সিটি ক্লিনিকে ভর্তি হন মুরালেস। পরবর্তীতে চেক-আপের পর টিউমার ধরা পড়লে সঙ্গে সঙ্গে সার্জারি করান দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এ প্রেসিডেন্ট।
সূত্র: রয়টার্স
এমজে/
আরও পড়ুন