ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে আগামীকাল শুক্রবার ঢাকা আসছেন। সফরে সন্ত্রাস দমনবিষয়ক দ্বিপক্ষীয় সহযোগিতা, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
রাজনাথ সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারাও রাজনাথ সিংয়ের সঙ্গে বাংলাদেশে আসছেন। সফরকালে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ চলাচল, গবাদিপশু, অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা শক্তিশালী করা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি