ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১১, ১২ জুলাই ২০১৮

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে আগামীকাল শুক্রবার ঢাকা আসছেন। সফরে সন্ত্রাস দমনবিষয়ক দ্বিপক্ষীয় সহযোগিতা, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
রাজনাথ সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারাও রাজনাথ সিংয়ের সঙ্গে বাংলাদেশে আসছেন। সফরকালে বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ চলাচল, গবাদিপশু, অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা শক্তিশালী করা নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি