ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ব্রেক্সিট বাণিজ্য চুক্তিকে হত্যা করেছে: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১৩ জুলাই ২০১৮

ব্রেক্সিট বিল কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য চুক্তি মুখ থুবড়ে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র কেবল ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় না, বরং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বজায় রেখে চলতে চায় বলেও মত দেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেখায়নি তেরেসা মের সরকার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম ব্রিটেন সফরে ট্রাম্প ও তেরেসা মে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছিল। সে সময় তেরেসা মে ট্রাম্পকে বলেন, ব্রেক্সিট কার্যকর হলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে ব্যবসা-বাণিজ্যের আরও সুযোগ বাড়বে।

ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি লন্ডনের মেয়র সাদিক খানের তুমুল সমালোচনা করেন। গত বছর লন্ডনে সন্ত্রাসী হামলার জন্য সাদিক খানকে দায়ী করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ব্রেক্সিট ইস্যুতে তেরেসা মেকে সুন্দর একটি সমঝোতায় যেতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য চুক্তি করা সম্ভব নয়।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি