ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ: ফের অস্বীকার পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ফের অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিয়ার ভ্লাদিমির পুতিন। শুধু যুক্তরাষ্ট্র-ই নয় বরং পৃথিবীর যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া হস্তক্ষেপ করেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন বিশ্বের ক্ষমতাধর এ নেতা।

এদিকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন বিয়ষ ও মুলারের তদন্ত কার্যক্রম নিয়ে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলেও যোগ করেন তিনি। এদিকে মুলারের তদন্ত কার্যক্রমকে মহাদুর্যোগ হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহেই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালত ১২ রুশ সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে। এই বিষয়ে পুতিন বলেন, ‘তাদের বিরুদ্ধে যে বিষয়ে অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়। আমি নিজেও গোয়েন্দা সংস্থায় জড়িত ছিলাম। এ সংস্থাটি কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ কোনো কাজে হস্তক্ষেপ করে না।

এর আগেও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছিলেন পুতিন।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি