ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে উত্তর কোরিয়াকে নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে ইচ্ছা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া সবসময় পাশে রয়েছে।

রাশিয়ার এ নেতা বলেন, হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালে বিষয়টি আলোচনায় আসে। পুতিন বলনে, ‘উত্তর কোরিয়া পরিস্থিতির কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। ট্রাম্প উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুর সমাধানের ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চায়। এক্ষেত্রে আন্তর্জাতিক নিশ্চয়তা পেলে রাশিয়া তাদের অবদান রাখতে প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এক ঐতিহাসিক বৈঠক করেন। সেখানে এ দুই রাষ্ট্র প্রধান একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেন। এক্ষেত্রে ওয়াশিংটনের নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার অঙ্গীকার করে পিয়ংইয়ং।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি