ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের আকাশে মুখোমুখি সংঘর্ষে দু’টি বিমানে আগুন লেগেছে। কয়েক মিনিটের মধ্যেই বিমান দু’টির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে। একটি জলাভূমিতে ভেঙে পড়ে ছোট বিমান দু’টি। এক তরুণীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আকেকজন।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি এগ্‌জিকিউটিভ এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত তরুণী ভারতীয়। ১৯ বছরের ওই তরুণীর নাম নিশা সেজওয়াল। বাকিরা হলেন ২২ বছরের জর্জ স্যাঞ্চেজ এবং ৭২ বছরের র‌্যালফ নাইট।

পুলিশ জানিয়েছে, একই সংস্থার ওই বিমান দু’টিতে চালকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। দু’টি বিমানে মোট চার জন ছিলেন বলেই জানা গেছে। চতুর্থ জনেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। এখনও তার খোঁজ মেলেনি। আবহাওয়া খারাপ থাকায় দুর্ঘটনা বলে অনুমান।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি