ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৩ জুলাই ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। দেশটির ভাইস-প্রেসিডেন্ট রশিদ দোসটাম এক বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফেরার কয়েক মিনিট পরই এই হামলার ঘটনা ঘটে।

কাবুল পুলিশের মুখপাত্র হাশমত স্ট্যানজি বলেন, গত রোববারের বিস্ফোরণটি বিমানবন্দরের মূল প্রবেশপথে ঘটেছে। হাজার হাজার সমর্থক দোস্তামকে স্বাগত জানাতে ওই বিমানবন্দরে হাজির হয়েছিল। বোমা হামলার ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন দোস্তাম। বুলটপ্রুফ গাড়ি থাকায় প্রাণে বাঁচেন তিনি। এদিকে হামলার দায়-দায়িত্ব ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা স্বীকার করেছে। দোস্তামের কূটনীতিকরা বিমানবন্দর ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই এই হামলার ঘটা ঘটে।

নিহতের মধ্যে শিশু ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, হামলাকারীদের শনাক্ত করেছে পুলিশ। বুকের মধ্যে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এই হতাহতের ঘটনা ঘটনায় হামলাকারীরা।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি