ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করতে শুরু করেছে উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৪ জুলাই ২০১৮

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেকে আবির্ভূত করতে যাওয়া উত্তর কোরিয়া এবার নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাস না পেরোতেই এবার পারমাণবিক ক্ষেপনাস্ত্র তৈরির কেন্দ্রগুলো ধ্বংস শুরু করে দিয়েছে পিয়ংইয়ং।

দেশটির রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য দিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার স্যাটেলাইটে উঠে এসেছে কেন্দ্র ধংসের চিত্র। ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের পরই পারমাণু স্থাপনা ধ্বংসের এমন সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া। পার্বত্য অঞ্চলে অবস্থিত এই কেন্দ্রটিই উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক স্থাপনা বলে ধারণা করা হয়। ২০০৬ সাল থেকে এই কেন্দ্রে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি