ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইমরানকে শুভেচ্ছা জানালেন কপিল দেব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১১, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইমরান খান ও কপিল দেব। একজন পাকিস্তানের, অন্যজন ভারতের সাবেক তারকা ক্রিকেটার। সমসাময়িক দুই খেলোয়াড় নিজ নিজ দেশে ব্যাপক জনপ্রিয়। এর কারণও রয়েছে, ইমরান পাকিস্তান এবং কপিল ভারতের বিশ্বকাপ জয়ী দলের যে অধিনায়ক ছিলেন। ক্রিকেট ছাড়লেও কপিল দেব রাজনীতিতে নামেননি। তবে, ব্যতিক্রম ইমরান খান। রাজনীতিতে শুধু নামেননি, ক্রিকেট মাঠের মতো এখানেও সফল তিনি।

বুধবার পাকিস্তানের ১১তম জাতীয় নির্বাচনে এগিয়ে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পেলেও প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে ঢের এগিয়ে ইমরানের দল। আর সেই সংবাদ শুনে বন্ধু তথা এক সময়ের প্রতিদ্বন্দ্বী ইমরান খানকে শুভেচ্ছা জানালেন কপিল দেব। একটি বেসরকারি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, আশা করি নতুন পাকিস্তান গড়তে ইমরান অনেকটাই সফল হবেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি