ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মুখ্যমন্ত্রী হওয়ার কোন আগ্রহ নেই: হেমা মালিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:১২, ২৭ জুলাই ২০১৮

মুখ্যমন্ত্রী হওয়ার কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের ড্রিমগার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। তিনি বলেন, চাইলে যেকোনো মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে তা হওয়া কোন আগ্রহই তার নেই। সম্প্রতি রাজস্থানের বানস্বরায় এক অনুষ্ঠানে মথুরার বিজেপি দলীয় এই সংসদ সদস্য এ দাবি করেন ।

তিনি স্পষ্টতই জানান এ বিষয়ে তার কোনো আগ্রহই নেই। এ কারণে তিনি মুখ্যমন্ত্রী হতে কোনো চেষ্টাও করছেন না। করলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন।

৬৯ বছরের তারকা এই অভিনেত্রী-রাজনীতিবিদ বলেন, তিনি যদি এখন মুখ্যমন্ত্রী হন, তাহলে নিজের স্বাধীনভাবে লড়াই করাই বন্ধ হয়ে যাবে। যেহেতু হেমা মালিনি উত্তরপ্রদেশের সংসদ সদস্য, তাই তিনি মুখ্যমন্ত্রী হলে ওই প্রদেশেরই হবেন। বর্তমানে এই পদে আছেন বিজেপির যোগী আদিত্যনাথ।

হেমা মালিনি জানিয়েছেন, এমপি হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি আমজনতার জন্যে প্রচুর কাজ করেছেন, আগামীতেও করবেন।

নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করে হেমা মালিনী বলেন, তিনি (মোদি) কৃষক, মহিলা ও গরীবদের জন্য অনেক কাজ করেছেন। বিরোধীরা যতই সমালোচনা করুক, দেশের জন্য মোদির অবদান সত্যিই প্রশংসনীয়।

সূত্র- এনডিটিভি

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি