ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

মিশরে ৭৫ মুরসি সমর্থকের মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২৯ জুলাই ২০১৮

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানীর রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে শনিবার আদালত তাদের এ শাস্তি দেয়।

তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ‘অবৈধ বিক্ষোভ’ ও হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, মিশরীয় ইতিহাসে প্রথম এমন আদেশ দিয়েছেন কায়রোর আদালত।

এদিকে, মিশরের নিয়ম অনুযায়ী কারও মৃত্যুদণ্ড দিতে হলে কোর্টের আদেশ শিগগিরই দেশটির প্রধান ইসলামিক আইন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তবে সাধারণত ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুফতি আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বিমত করেন না।

যদিও ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ইসলামিক আইন কর্তৃপক্ষ বাতিল করে দেয়। পরে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরকে//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি