ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীরে ফের সাড়াশি অভিযান: নিহত ৫ তরুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ৪ আগস্ট ২০১৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হামলায় অন্তত ৫ জন কাশ্মিরী তরুণ নিহত হয়েছেন। শপিয়ান জেলার কিলোরা এলাকায় সাড়াশি অভিযানকালে ওই তরুণরা নিহত হন বলে জানিয়েছে ডন।

এদিকে সেনা হামলার প্রতিবাদে কাশ্মীরে ফের মাঠে নেমেছে আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন আন্দোলনকারী মারাত্মকভাবে আহত হন।

এদিকে আহতদের চিকিৎসা সেবা দিতে ইতোমধ্যে তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের বিশেষ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হামলার পরপরই ওই এলাকায় মোবাইল যোগাযোগসহ সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি