ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাপের কামড় খেয়ে, হাতেই সাপ পেঁচিয়ে হাসপাতালে উপস্থিত সেই নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বেশিরভাগ মানুষই সাপ দেখতে পেলেই সতর্ক হয়ে যায়। এমনকী সাপের কামড়ের কথা ভেবেই বহু মানুষ ভয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু চিনের এক মহিলা একটা সাপের সংস্পর্শে এসে কী করেছেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। এক মহিলা সাপের কামড় খাওয়ার পর হাতের কব্জিতে সাপটা পেঁচিয়ে নিয়ে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য উপস্থিত হওয়ার ভিডিও চিনের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। চিনের পিপল’স ডেইলি অনুসারে ঘটনাস্থল চিনের জিজাং প্রদেশের পুজিং কান্ট্রি। হাতে পেঁচিয়ে থাকা সাপটার দৈর্ঘ্য ১.৫ মিটার। সাপটা বিষাক্ত না হলেও দৃশ্যটা দেখেই গায়ে কাঁটা দেবে সবার।

ভিডিও-তে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে উপস্থিত। ভিডিওর একটা দৃশ্যে দেখা যাচ্ছে তিনি সাপটাকে একটা জলের বোতলের মধ্যে রাখলেন। আর একটা দৃশ্যে দেখা যাচ্ছে তাঁর হাত থেকে সাপটা ঝুলে রয়েছে।

ভয়ঙ্কর ভিডিওটা নিচে দেখে নিন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি