ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইটালীতে ট্রাক দূর্ঘটনায় নিহত ২, আহত ৫৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:১৭, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইটালীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন ৫৫ জন। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশংকাজনক। ফলে বাড়তে পারে নিহতের সংখ্যা।

দেশটির উত্তর অংশের শহর বলোগনায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। আজ সোমবার সকালের এই সংঘর্ষে ব্যাপক বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুই জন। আহত অন্তত ৫৫ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।

দুইটি ট্রাকের মধ্যে একটি ছিলো প্রাইভেট কারবাহী ট্রাক। আর অপর দিক থেকে আসা ট্রাকটি ছিলো মূলত তেলবাহী ট্যাংকার। শহরের বর্গো পানিগালে এলাকার একটি ব্রীজের ওপর এই দূর্ঘটনা ঘটে। এসময় ট্রাক দুইটির পাশে থাকা বেশ কয়েকটি যানবাহনেও আগুন লেগে যায়। পরে সেগুলোতে বিস্ফোরণ ধরে যায়। এতে ব্রীজের একটি অংশেও বড় ধরণের ফাটল দেখা যায়।

পুলিশ জানায়, বিস্ফোরণের স্থানসহ পুরো ব্রীজটি কর্ডন করে রাখা হয়েছে।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি