ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এবার কানাডায় বিমান চলাচল বন্ধ করলো সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৭ আগস্ট ২০১৮

কানাডার রাষ্ট্রদূতকে প্রত্যাহারের রেশ কাটতে না কাটতেই এবার কানাডাগামী বিমান চলাচল বন্ধ করে দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে কানাডা হস্তক্ষেপ করছে এমন অভিযোগে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্কও ছিন্ন করার ঘোষণা দিয়েছে দেশটি।

এদিকে গত কয়েক মাস ধরেই দেশটিতে অবস্থানরত নারী অধিকারকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে সৌদির নারী নেত্রী সামার বাদাউইকে মুক্তি দেওয়ার দাবি জানায় কানাডা। এর রেশ ধরেই কানাডার সঙ্গে সৌদির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

কানাডার আহ্বানের প্রাথমিক প্রতিক্রিয়ায় সৌদি আরব বলেছিল, ‘কানাডার বক্তব্য সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে খোলাখুলি হস্তক্ষেপ, যা আন্তর্জাতিক রীতিনীতি ও বিধির খেলাপ। কানাডীয় বিবৃতিতে যে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে তা দুর্ভাগ্যজনক। এক দেশের প্রতি আরেক দেশের দেওয়া বক্তব্যে যে ধরণের ভাষা ব্যবহৃত হওয়ার কথা কানাডার ভাষা সেই তুলনায় নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।`

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সৌদি আরবের এসব প্রতিক্রিয়ায় বিষয়ে বলেন, কূটনীতিক বহিষ্কারের ঘটনায় তিনি গভীর উদ্বিগ্ন। তিনি আরও বলেন, বিশ্বের যেখানেই হোক না কেন তারা মানবাধিকার, নারী স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে। তিনি বলেন, ‘আমরা এসব মূল্যবোধকে সমর্থন করতে কখনওই দ্বিধান্বিত হবো না। আমরা বিশ্বাস করি, এই সংলাপ আন্তর্জাতিক কূটনীতির জন্য মারাত্মক।’


সূত্র: আলজাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি