ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এইচআরডব্লিউ’র আহ্বান

রোহিঙ্গাদের কক্সবাজারের নিরাপদ জায়গায় রাখুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৪৭, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর না করে কক্সবাজারের-ই কোনো নিরাপদ স্থানে রাখার আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়।

এইচআরডব্লিউ বলছে, জোয়ারের সময় ভাসানচর এলাকা নিয়মিত প্লাবিত হয় বলে যে গুঞ্জন রোহিঙ্গারা শুনেছে, তার প্রেক্ষিতে তারা সেখানে যেতে অনীহা প্রকাশ করেছে। এ ছাড়া সেখানে তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবাও পুরোপুরি নিশ্চিত হবে না। তার ওপর ভাসানচরের ভেতরে-বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচলের ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি।

এইচআরডব্লিউর প্রতিবেদনে আরও বলা হয়, কক্সবাজারের ভূমিধসের ঝুঁকিপূর্ণ শিবিরে ঘিঞ্জি পরিবেশে থাকতে হচ্ছে রোহিঙ্গাদের। তাদের কক্সবাজারেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া উচিত বাংলাদেশ সরকারের। গত মে মাসে এইচআরডব্লিউর প্রতিনিধিদলের পরিদর্শনের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সূত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি