ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জম্মু-কাশ্মীরের উচ্চ আদালতে প্রথম নারী বিচারক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১১ আগস্ট ২০১৮

জম্মু ও কাশ্মীরের হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন গীতা মিত্তল। শনিবার শ্রীনগরের রাজভবনে জম্মু ও কাশ্মীরের গভর্নর এন এন ভোররা তাকে শপথ করান।

গীতা মিত্তল এর আগে দিল্লি হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। জম্মু ও কাশ্মীরের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধান বিচারপতি হিসেবে গীতা মিত্তলকে নিয়োগ দেন।

সূত্র: এনডিটিভি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি