ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মমতার সমালোচনায় পুনম মহাজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করেছেন। শনিবার কলকাতার মেয়ো রোডের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সমালোচনা করেন তিনি।

এর মাধ্যমে তিনি ইঙ্গত দিলেন আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে তার দলের নেতাকর্মীদের কি ভূমিকা হবে।

তিনি শুরুতেই কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘‘পিকচার আভি বাকি হ্যায়, ইয়ে তো সির্ফ ট্রেলার হ্যায়৷’’ এর পর যতটুকু সময় বক্তৃতা করেছেন, পুরোটা সময় তিনি তৃণমূল কংগ্রেস ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা করেন৷

সরাসরি অভিযোগ করেন যে টিএমসি এখন টেরর মেকিং পার্টি হয়ে গিয়েছে৷ বাংলাকে তারা বাংলাদেশ বানাতে চাইছে৷ চাকরির জন্যও ঘুষ নিচ্ছে৷

বাংলার ক্ষমতায় আসার পথে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় স্লোগান ছিল, মা-মাটি-মানুষের জন্য লড়াই৷ তৃণমূল কংগ্রেসের সরকারকে মা-মাটি-মানুষের সরকারও বলা হয়৷

কিন্তু পুনম মহাজনের বলেন, মমতা দিদি আর আমার কাছে মমতা নয়৷ তিনি আমার কাছে এখন ইউটার্ন দিদি হয়ে গেছেন।

তার অভিযোগ, সাধারণ মানুষের কোনও পরিবর্তন হয়নি৷ শুধু তৃণমূলের নেতাদের পরিবর্তন হয়েছে৷ সিপিএমের লাল রং বদলে এখন মমতা দিদির শাড়ির রং বাংলা এখন নীল-সাদা হয়ে গিয়েছে৷

উল্লেখ্য, পুনম মহাজনের বাবা প্রমোদ মহাজন এক সময় ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ছিলেন৷ তার পর তিনি জাতীয় রাজনীতির আঙিনায় বিজেপির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷ পুনমও বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছেন৷ তাই তার বক্তৃতায় বাবার প্রসঙ্গ সবসময়ই থাকে৷ এদিনও তার ব্যতিক্রম হয়নি৷

 

 

এমএইচ/ এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি