ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার দিতে তিউনিসিয়ার সংসদে বিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:২২, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

তিউনিসিয়ার পার্লামেন্টে নারী-পুরুষের সমান অধিকার বিষয়ক একটি বিল তুলতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি। তিনি জানান, সরকার গঠিত একটি কমিটি এ সুপারিশ করায় বিলটি তুলতে যাচ্ছেন তিনি।

গত জুনে ইনডিভিজুয়েল ফ্রিডম এন্ড ইক্যোয়েলিটি কমিটি নারী সম্পত্তি থেকে বঞ্চিতকরণসহ বেশ কয়েকটি বিষয়ে অসমতার বিষয়টি প্রকাশ করে। এটি দেশের রক্ষণশীলরা মেনে নিতে পারেনি। এরপরই সরকার এতদ বিষয়ক একটি কমিটি গঠন করে। গত সোমবার নারী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এসেবসি বলেন, নারী-পুরুষের সমান অধিকার থাকবে।

এসময় তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত সম্মানের জন্য হলেও নারী-পুরুষের সমান অধিকার থাকা উচিত বলে জানিয়েছেন তিনি। ১৯৫৬ সালেই এই অধিকার প্রতিষ্ঠা হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি।’ উল্লেখ্য, সম্পত্তিতে পুরুষের মতো নারীরা অর্ধেক সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত বলেই এই বিলটি আনা হয়েছে বলে জানিয়ছেন তিনি। এসেবসি আরও বলেন, এই বিলটি আইনে পরিণত করার মাধ্যমে সম্পত্তিসহ সব ক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমান হতে হবে।

সূত্র: আলজাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি