কাশ্মীর সংকটের সমাধান বুলেটে নয়: নরেন্দ্র মোদি
প্রকাশিত : ১৩:১৬, ১৫ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:৪১, ১৫ আগস্ট ২০১৮
বুলেট কিংবা রক্তপাতের মধ্য দিয়ে নয়, জনগণকে বুকে নিয়েই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বুধবার নয়া দিল্লির লাল কেল্লায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির কাছ থেকে তার সরকার শিক্ষা নিচ্ছে।
মোদি বলেন, অটল বিহারি বাজপেয়ি মানবতার ডাক দিয়েছিলেন। তিনি কাশ্মীরের সংস্কৃতি ও গণতন্ত্রের কথা বলেছিলেন। আমি অবশ্য বলছি, কাশ্মীরের জনগণকে বুকে নিয়েই সমস্যার সমাধান করতে হবে।
এ সময় নরেন্দ্র মোদি ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের সর্বক্ষেত্রে উন্নয়নের ডাক দেন।
বলেন, জম্মু ও কাশ্মীরে বর্তমানে গভর্নরের শাসন চলছে। এখানে দীর্ঘ প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনও হবে। তবে কবে হবে, সেটি তিনি বলেননি।
প্রসঙ্গত, কাশ্মীর ভারত ও পাকিস্তানের একটি দীর্ঘমেয়াদি সমস্যা। কাশ্মীরের দাবি করে ভারত, পাকিস্তান ও চীন। এ নিয়ে তিনটি যুদ্ধও হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে।
সূত্র : এনডিটিভি।
/ এআর /
আরও পড়ুন