ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইমরান হচ্ছে পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্প: ট্রেভর নোয়াহ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৬ আগস্ট ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা ইমরান খানকে পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্প হিসেবে অাখ্যায়িত করেছেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান, রেডিও ও টেলিভিশন উপস্থাপক এবং অভিনেতা ট্রেভর নোয়াহ।  

এই মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানিরা ট্রেভরকে নিয়ে তুমুল সমালোচনা করেছে।  

আফ্রিকান এই কমেডিয়ান মার্কিন কেবল টেলিভিশন চ্যানেলর ডেইলি শো-এর উপস্থাপনার দায়িত্বে রয়েছেন। ওই ডেইলি শো’র সর্বশেষ এপিসোডে ইমরানকে নিয়ে তিনি এ মন্তব্য করেন।   

এসময় তিনি ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খানের পার করে আসা সময়ের জীবন-যাপন ও ব্যক্তিগত সম্পর্কগুলো সামনে নিয়ে আসেন।

তাদের জীবন কাহিনী উল্লেখ করে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ও ইমরান খানের রাজনীতিতে আসার প্রারম্ভিক জীবন কাহিনী প্রায় একই।

তিনি ইমরান খানের শোয়ার ঘরের কিছু দৃশ্য দেখিয়ে বলেন, এটি পাকিস্তানি ট্রাম্প টাওয়ার।

উল্লেখ্য, ট্রেভর নোয়াহ হাস্যরসাত্মক ও কৌতুকপূর্ণ সংবাদ পরিবেশনের জন্য বিশ্বজুড়ে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএইচ/এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি