ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে গভর্নর পদে তৃতীয় লিঙ্গের প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৭ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নর পদে দলের মনোনয়ন জিতে নিয়েছেন তৃতীয় লিঙ্গের এক প্রার্থী। ক্রিস্টিয়ান হলকুইস্ট নামে সেই ব্যক্তি প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পরাজিত করে ভারমন্টের গভর্নর প্রার্থী হিসেবে ডেমোক্রেট পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটির মাধ্যমে ক্রিস্টিন হলকুইস্টকে মনোনীত করে ডেমোক্রেটিক পার্টি। ফলে তিনিই হচ্ছেন কোনো বড় দলের মনোনয়ন পাওয়া প্রথম তৃতীয় লিঙ্গের প্রার্থী।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় ব্যবধানে জেতার সম্ভাবনা রয়েছে তার। বুধবার এ খবর জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রে সমকামী নারী ও পুরুষদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছেন ক্রিস্টিন। মনোনয়ন জেতার পর এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি, দেশের বাকি অংশের জন্য ভারমন্ট এক আশার প্রদীপ।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি