ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বোমা হামলায় নাইজেরিয়ায় নিহত ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে এক গ্রামে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রবিবার গভীর রাতের দিকে এই হামলা চালানো হয়।
খবরে বলা হয়, বোর্নো প্রদেশের গুজমালা অঞ্চলের মাইলারি গ্রামে রাত ২টার সময় এই হামলা চালানো হয়। হামলায় বেঁচে যান আবাচা ওমর নামে এক নাইজেরীয়। তবে জঙ্গিরা বোকো হারাম নাকি আইএসের সদস্য তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ওমর বলেন, তিনি ১৯ জনকে নিহত হতে দেখেছেন। নিহতদের মধ্যে তার ছোট ভাইও ছিলো।
উল্লেখ্য, নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস প্রায়শই হামলা চালিয়ে থাকে। সরকার তাদের দমন করার চেষ্টা করলেও বিগত মাসগুলোতে জঙ্গি হামলা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বারবার পরাজিত হচ্ছে সেনাবাহিনী।

সূত্র : রয়টার্স
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি