ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্চবিশপের যৌন নির্যাতনের ঘটনা দামাচাপা দেন পোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

যুরাষ্ট্রের ওয়াশিংটনের সাবেক আর্চবিশপ থিওডোর ম্যাকক্যারিকের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে জেনেও কিছু বলেননি পোপ ফ্র্যান্সিস।

২০১৩ সাল থেকে তিনি অভিযোগগুলো সম্পর্কে জানতেন বলে ১১ পৃষ্ঠার একটি লেখায় উল্লেখ করেছেন আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো। পোপ ফ্র্যান্সিসের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি।

যৌন নির্যাতনের অভিযোগে গত জু্লাইয়ে পদত্যাগ করেন ম্যাকক্যারিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেন পোপ ফ্রান্সিস নিজেই। ম্যাকক্যারিকের দাবি, এই অভিযোগ সম্পর্কে কিছুই মনে নেই তার। এর আগে ২০১৩ সালের জুনে পোপকে ম্যাকক্যারিকের যৌন নির্যাতন সম্পর্কে জানান ভিগানো। তখন সদ্য নির্বাচিত পোপ ফ্র্যান্সিস তা জানার পরও কিছু বলেননি। ম্যাকক্যারিকও তার পদে বহাল ছিলেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি