ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

উত্তর কোরিয়া এখনও জাপানের জন্য হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২৮ আগস্ট ২০১৮

উত্তর কোরিয়া গোপনে তার পরমাণু অস্ত্র সমৃদ্ব করছে বলে ফের অভিযোগ তুলেছে জাপান। শুধু তাই নয়, পিয়ংইয়ং গোপনে অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র তৈরি করছে বলেও অভিযোগ করে দেশটি। আর এ জন্যই দেশটিকে এখনো নিজেদের জন্য হুমকি বলে মনে করছে জাপান।

জাপানের প্রেস টিভি জানিয়েছে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণলায় মঙ্গলবার তাদের প্রতিরক্ষা সংক্রান্ত নীতি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষমন্ত্রী জানায়, উত্তর কোরিয়া ইস্যুতে আমাদের উদ্বেগ এখনও রয়েছে। তারা গোপনে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

জাপানের সামরিক শ্বেতপত্র বলছে, পিয়ংইয়ং এখনো জাপানের নিরাপত্তার জন্য হুমকি। একইসঙ্গে দেশটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া তার শত্রুরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে পরমাণু অস্ত্র থেকে সরে আসার ঘোষণা দিলেও জাপান তা বিশ্বাস করছে না। তাদের আশঙ্কা গোপনে দেশটি এখনও পরমাণু অস্ত্রের মজুদ বাড়িয়ে চলেছে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি