ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সানিয়াকে মোদীর ‘সারপ্রাইজ’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৯ আগস্ট ২০১৮

রাখিন্ধনের দিন সানিয়াকে চমকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। বিশ্বের অন্যতম প্রভাবশালী টুইটার হ্যান্ডল যিনি ব্যবহার করেন সেই মোদী-ই টুইটারে ফলো করা শুরু করলেন সানিয়া মির্জাকে।

সম্প্রতি উদযাপিত রাখিবন্ধনের দিন সানিয়াকে ছাড়াও মোট ৫৫জন নারী সেলিব্রেটিকে ফলো করা শুরু করেছেন তিনি।    

সানিয়া ছাড়াও এই ৫৫ জন নারী সেলিব্রেটিদের মধ্যে রয়েছেন পিটি ঊষা, অশ্বিনী পোনাপ্পা, করমন কৌর থান্ডি-র মতো অ্যাথলিটরা। এছাড়াও রয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও শিশু অধিকাররক্ষা কর্মী স্বরূপ, সাংবাদিক রোমানা ইসার খান, শ্বেতা সিংহ, পদ্মজা যোশী, শীলা ভট্ট, শালিনী সিংহ।

অন্যান্য যে নারী সেলেবদের ফলোয়ারের তালিকায় মোদী রয়েছেন তারা হলেন কোয়েনা মিত্র, ভারত্তোলক কর্ণম মালেশ্বরী, চিত্র সাংবাদিক রেনুকা পুরী।

তাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মোট ২শ জনকে ফলো করেন। মোদীর ফলোয়ারের সংখ্যা ২৬.৯ মিলিয়ন ব্যবহারকারী।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি