ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরে পুলিশ পরিবারের ১১ স্বজন অপহরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ছয় পুলিশ সদস্যের পরিবারের ১১ সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলওয়ামা, অনন্তনাগ ও কুলগ্রাম জেলায় পুলিশ কর্মকর্তাদের বাড়িতে হানা দিয়ে তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাওয়া হয়।

গত বুধবার কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গি হামলায় চার পুলিশ নিহত হওয়ার পর দক্ষিণের জেলাগুলোতে বিদ্রোহীদের দমন অভিযান চলছে। ওই অভিযানে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশের ওপর চাপ প্রয়োগ করে অভিযান বন্ধে এবং বন্দিবিনিময়ে বাধ্য করতে পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার টিরাল থেকে আরেক পুলিশ কর্মকর্তার ছেলেকে অপহরণ করা হয়। কাশ্মীরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং তাদের মুক্ত করতে আলোচনা চলছে।

সূত্র- এনডিটিভি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি