কঙ্গোতে ইবোলা মোকাবেলায় কার্যকর পদ্ধতি পাওয়ার দাবি
প্রকাশিত : ১৬:২৮, ১ সেপ্টেম্বর ২০১৮
আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ কঙ্গোতে ইবোলা মহামারি মোকাবেলায় কার্যকর চিকিৎসা পদ্ধতির পাওয়ার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। তবে দীর্ঘমেয়াদে ইবোলায় আক্রান্ত হওয়ার ঝুঁকি এরপরেও থেকে যায় বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায় সংস্থাটি।
চলমান মহামারিতে কঙ্গোতে এখন পর্যন্ত ৭৭জন নিহত হন। উত্তরাঞ্চলীয় কিভু এবং ইতুরি প্রদেশের ১১৬ জনের ইবোলায় আক্রান্ত হওয়ার ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে। আক্রান্তদের মধ্যে অন্তত ১৫ জনই স্বাস্থ্যকর্মী।
তবে মহামারিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে জানিয়ে এক বিবৃতিতে হু’র পক্ষ থেকে বলা হয়, “সাম্প্রতিক সময়ের তথ্য বলছে, বর্তমান চিকিৎসা পদ্ধতি ইবোলা মহামারি অনেকাংশে ঠেকিয়ে দিতে সক্ষম। তবে এই পদ্ধতিতে ইবোলা আক্রান্ত হলে চিকিৎসা দেওয়া সম্ভব। ইবোলা আক্রান্ত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদে ঝুঁকি থেকেই যায়।”
চলতি বছরের শুরুর দিকে কঙ্গোতে আরও একবার ইবোলা মহামারি দেখা দিলেও সেটিও দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্রঃ রয়টার্স
//এস এইচ এস//
আরও পড়ুন