ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সমালোচনা পিছু ছাড়ছে না মেলানিয়া ট্রাম্পের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সমালোচনা যেন পিছু ছাড়ছে না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। তাকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক ট্রোলড। তবে এবার পোশাক বা অন্য কোন বিষয়ের জন্য নয়। এবারের ট্রোলড এর বিষয় হচ্ছে জুতা।

গত মঙ্গলবার টুইটারে পোস্ট করা কিছু ছবি পোস্ট করেছেন মেলানিয়া। ছবিতে দেখা যাচ্ছে, ৪ ইঞ্চি হিলের জুতা পায়ে দিয়ে হোয়াইট হাউস প্রাঙ্গণে তিনি বাগান তৈরি করছেন। এই ছবি ভাইরাল হওয়ার পরপর সমালোচনার ঝড় উঠে। কেউ কেউ তো বলছেন, প্রকৃত আমেরিকানরা কখনও উঁচু হিল পরে বাগান করেন না-এটা কেবল লোক দেখানো মাত্র।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, এর আগে একাধিকবার আপত্তিকর পোশাক পরিধানের জন্য ট্রোলড এর শিকার হয়েছেন মেলানিয়া। একবার তিনি অভিবাসী শিশুদের দেখতে গিয়েছিলেন একটি জ্যাকেট পরে। সেই জ্যাকেটের ওপর লেখা ছিল, ‘আই ডোন্ট কেয়ার’। কে বা কাদের উদ্দেশ্যে এই লেখা ছিল, সেটা নিয়ে শুরু হয় সমালোচনা। এমনিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফ্যাশন সচেতন। কিন্তু মাঝে মধ্যেই তিনি গোলমাল করে ফেলেন।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি