ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুক পাসওয়ার্ড না দেওয়ায় জেলে যেতে হল যুবককে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাসওয়ার্ড দিতে অস্বীকার। আর সেই অপরাধেই জেলে যেতে হল ব্যক্তিকে। শুনতে অবাক লাগছে? ব্যাপারটা কী? তাহলে খোলসে করে বলা যাক।

স্কুল ছাত্রীকে খুনের অভিযোগ উঠেছিল এক ব্রিটিশ নাগরিক স্টিফেন নিকোসনের বিরুদ্ধে। তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য তার ফেসবুকের পাসওয়ার্ড চেয়েছিল পুলিশ। কিন্তু নিজের ব্যক্তিগত তথ্য পুলিশকে দিতে অস্বীকার করেন তিনি। আর সেই অপরাধেই তাকে শ্রীঘরে পাঠানো হল।

গত ২৬ জুলাই ছুরিকাঘাতে মৃত্যু হয় ১৩ বছরের স্কুল পড়ুয়া লুসি ম্যাকহিউজকে। সেই খুনের তদন্তে নামে পুলিশ। তাদের সন্দেহের তালিকায় উঠে আসে স্টিফেনের নাম। তারপরই তার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড জানতে চায় পুলিশ। খুনের আগে ওই ব্যক্তির কাছ থেকে কিশোরী কোনও মেজেস পেয়েছিল কি-না, তা খতিয়ে দেখাই উদ্দেশ্য ছিল পুলিশের। কিন্তু স্টিফেন ফেসবুকের পাসওয়ার্ড দিতে রাজি হয়নি। পুলিশের দাবি, এভাবে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থেই পাসওয়ার্ড চাওয়া হয়েছিল। কিন্তু ওই ব্যক্তি তা স্বীকার না করার অপরাধেই শুক্রবার তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তের দাবি, তার পাসওয়ার্ড পুলিশের হাতে এলে তার মাদকের নেশা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হয়ে যেত। তাই তিনি তা দিতে চাননি। এই অপরাধে তার ১৪ মাসের জেল হেফাজত হয়েছে।

ব্রিটেনের রেগুলেটরি ইনভেস্টিগেশন পাওয়ার অ্যাক্ট অনুযায়ী, তদন্তের স্বার্থে সন্দেহভাজনের মোবাইল, কম্পিউটর কিংবা সোশ্যাল সাইটের পাসওয়ার্ড চাইতে পারে পুলিশ। আর এই নিয়মভঙ্গের দায়েই শ্রীঘরে যেতে হয়েছে স্টিফেনকে। খুনের তদন্তে সাহায্য না করায় তার শাস্তির মেয়াদ আরও বাড়তে পারে। আগামী ২৭ অক্টোবর তার ভবিষ্যৎ নির্ধারিত হবে। ওই ব্যক্তি আরও কোনও বড় অপরাধমূলক তথ্য গোপন করতে চাইছে কি-না তাও খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: সংবাদ প্রতিদিন

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি