আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সোমালিয়ায় নিহত ৩
প্রকাশিত : ১৭:৪৯, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩০, ৩ সেপ্টেম্বর ২০১৮
আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সোমালিয়ায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় ছয় শিশুসহ ১৪ জন ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের সবাই একটি সরকারি দপ্তরের নিরাপত্তা সদস্য।
আজ রবিবার সকালের দিকে দেশটির রাজধানী মোগাদিসুতে একটি সরকারি দপ্তরের বাইরে এই আত্মঘাতি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। সরকারের মুখপাত্র সালাহ হাসান ওমর জানান, দপ্তরের ভেতরে প্রবেশের সময় বাঁধা দেওয়া হলে গাড়িটিতে বিস্ফোরণ ঘটায় এর চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিন নিরাপত্তা রক্ষী।
এই বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন আল শাবাব।
বোমাটির তীব্রতা এতটাই বেশি ছিলো যে, বিস্ফোরণের পর সরকারি ঐ দপ্তরের প্বার্শবর্তী একটি মসজিদের ছাঁদ উড়ে যায়। এছাড়াও পাশের একটি স্কুল ভবন ধ্বসে পরে পুরোটাই।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিয়া মাহামিদ আলী নামের এক নারী বিবিসিকে জানান, “বিস্ফোরণের সময় আমরা ভবনটির ভেতরে কাজ করছিলাম। বিস্ফোরণের আওয়াজ শুনে আমি একটি টেবিলের নিচে লুকিয়ে পরি। সেখান থেকে আমি গোলাগুলির আওয়াজ পাই। যখন আমরা বের হয়ে আসি তখন অনেক মানুষকে আহত অবস্থায় সড়কে পরে থাকতে দেখি”।
প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে দেশটির সরকারের সাথে সংঘাতে লিপ্ত আছে আল শাবাব। প্রায়ই বিভিন্ন সরকারি দপ্তর, স্থাপনা এবং কর্তাব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায় সংগঠনটি। গত বছর একটি ট্রাকে বোমা হামলা চালালে ৫০০ জন ব্যক্তি নিহত হয়।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস//
আরও পড়ুন