ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিমানে হবে শরীরচর্চা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৮

আকাশ পথের দূরের যাত্রাকে আনন্দময় করে তুলতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কনভিন্সড কানটাস বিমান সংস্থা। শুনতে অবাক লাগলেও এবার বাস্তব হতে চলেছে ব্যাপারটি। বিমানে যাত্রীদের জন্য থাকবে জিমের ব্যবস্থা। দীর্ঘ যাত্রায় স্বাস্থ্য সচেতনদের জন্য শরীরচর্চাসহ আরও কিছু সেবা নিয়ে আসছে এই বিমান সংস্থাটি।  

তারা জানিয়েছে, খুব শিগগিরই সিডনি থেকে লন্ডন ২০ ঘণ্টার টানা এই বিমানযাত্রা নিয়ে হাজির হচ্ছে তারা।

এক বছর আগে, এই বিমান সংস্থার প্রধান অ্যালান জয়েস এ বিষয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান। তিনি জানান, সিডনি থেকে লন্ডন বা নিউইয়র্ক যাওয়ার জন্য ২০ ঘণ্টার টানা এয়ার বাসের পরিষেবা আনবে তাদের বিমান সংস্থা।

জয়েস বলেন, টানা ২০ ঘণ্টা বিমানে বসে থাকা মোটেও সহজ কাজ নয়। যাত্রীদের মনোরঞ্জনের জন্য কিছু ব্যবস্থা সেখানে করা হবে। অ্যালান জানান, বিমানের মধ্যে বার, ক্রেস এবং যাত্রীদের ঘুমানোর জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে।

এছাড়াও যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা,খাওয়া-দাওয়া সবই থাকবে একটি বিমানের মধ্যেই। তবে বিমানের টিকিটের দাম এক্ষেত্রে একটু বেশি পড়বে।   

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি