ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোদি বিরোধী জোটের নেতৃত্বে রাহুল গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ৫ সেপ্টেম্বর ২০১৮

ভারতে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাকে হারাতে একখাট্টা হয়ে মাঠে নেমেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আর তার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।

বিরোধী জোটকে পোক্ত করতে সব দলের যুব সংগঠনকে বুধবার এক মঞ্চে উপস্থিত করেন তিনি। এদিনই কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, আরজেডি, ডিএমকে ও বামেদের যুব সংগঠনগুলি মিলে একটি যৌথ ফ্রন্ট গঠন করা হয়েছে দিল্লিতে। অবশ্য এখনও সে মঞ্চে দেখা যায়নি তৃণমূলকে।

একাধিক সূত্র জানায়, মোদি সরকারের বেকারি, দুর্নীতি আর বিভাজনের রাজনীতির প্রতিবাদে দেশ জুড়ে লাগাতার আন্দোলন করে যাবে এই যৌথ ফ্রন্ট। ‘মুখোশ’ খুলবে মোদির ‘অচ্ছে দিন’ আনার প্রতিশ্রুতির।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি