ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফের অশান্ত কাশ্মীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ৮ সেপ্টেম্বর ২০১৮

উপত্যকায় আবারও চলল গুলি৷ শনিবার ভোরে কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি ও পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জঙ্গি নিহত হয়েছেন৷ এ সময় আহত হন এক পুলিশকর্মী৷

পুলিশের এক আধিকারিক জানান, পুলিশ পোস্টের উপর আকস্মিক হামলা চালায় জঙ্গিরা৷ দুইপক্ষের মধ্যে গুলিবিনিময় চলে বেশ কিছুক্ষণ৷ সংঘর্ষে প্রাণ হারায় এক জঙ্গি৷ পরিস্থিতি সামল দিতে গিয়ে গুরুতর আহত হন এক পুলিশকর্মী৷

পুলিশ আধিকারিকের দাবি, নিহত জঙ্গির কাছে থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র৷ ঘটনায় আহত পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন৷ বর্তমানে তার অবস্থা স্থিতিশীল৷ পুলিশের অফিসার জানান, এখনও পর্যন্ত মৃত জঙ্গির পরিচয় জানা যায়নি৷ কোনও সন্ত্রাসবাদী দলের সঙ্গে তার যোগাযোগ ছিল কি-না, সেই বিষয়টি অস্পষ্ট৷ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷

অনন্তনাগের আচালবাল এলাকায় আরও এক জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের৷ তার সন্ধানেই ওই অঞ্চলে তল্লাশি অভিযান জারি আছে৷ এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি