ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোদি সরকার ফ্যাসিবাদী : অরুন্ধতী রায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ৯ সেপ্টেম্বর ২০১৮

ভারতে বামপন্থি বুদ্ধিজীবীদের গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার প্রখ্যাত ঔপন্যাসিক ও সমাজকর্মী অরুন্ধতী রায়৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি সরকারকে ‘ফ্যাসিবাদী` আখ্যায়িত করেছেন তিনি৷ গত সপ্তাহে ভারতের পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে কবি ভারভারা রায়, মানবাধিকারকর্মী বার্মন গনঞ্জালভেস, লেখক-আইনজীবী অরুণ ফেরেরা, সাংবাদিক-অধিকারকর্মী গৌতম নওলাখা এবং ট্রেড ইউনিয়ন নেতা সুধা ভরদ্বাজসহ অনেককে গ্রেফতার করে৷

গত ৩১ ডিসেম্বর পুনেতে একটি রাজনৈতিক সভার পর উচ্চ বর্গীয় হিন্দুদের সঙ্গে নিম্নবর্গীয় দলিতদের সংঘাতের ঘটনা তদন্ত শুরু করে কর্তৃপক্ষ৷ ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এই পাঁচজনকে আটক করা হয় বলে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে৷ পুনে পুলিশের যুগ্ম কমিশনার শিবাজী বোড়কে এফপিকে বলেছেন, মাওবাদীদের সঙ্গে সম্পৃক্ততার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে৷

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে আরও বলা হয়, মাওবাদী নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্ষমতাসীন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে হত্যার পরিকল্পনা সম্বলিত দুটি চিঠি চালাচালি হওয়ায় অ্যাকশনে যায় পুলিশ৷

প্রখ্যাত পাঁচ ব্যক্তিকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে, আগামী বছরের সাধারণ নির্বাচন সামনে রেখে বিজেপি সমালোচকদের মুখ বন্ধ করার যে কৌশল নিয়েছে, তারই অংশ হিসেবে এঁদের গ্রেফতার করা হয়েছে৷

অরুন্ধতী রায় বলেন, মোদি সরকার আইনি কাঠামোকে ব্যবহার করে বিরোধী পক্ষ, মুক্ত চিন্তার ব্যক্তি এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের ঘায়েল করতে চাইছে৷

এখন বিজেপির জন্য দলিত, মাওবাদী বা নক্সালদের ওপর তাদের হামলা ঢাকতে এসব করা হচ্ছে৷ এটার কারণ হচ্ছে, নির্বাচনী হিসাব-নিকাশ থেকে বাদ পড়া মুসলিমদের থেকে ভিন্ন অবস্থায় থাকা আদিবাসী ও দলিতদের আসনগুলোর ওপর নজর পড়েছে রাজনৈতিক দলগুলোর৷ অধিকারকর্মীদের গ্রেফতার এবং তাদের ‘মাওবাদী` হিসেবে বর্ণনা করে সরকার দলিতদের অধিকারের দাবিকে চাপা দিচ্ছে৷ দেশজুড়ে হাজার হাজার মানুষকে কারাগারে ভরা হয়েছে৷ গরিব ও সুবিধাবঞ্চিতরা নিজেদের ঘর, ভূমি ও মর্যাদার জন্য লড়ছে৷ এইসব মানুষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হচ্ছে, বিনা বিচারে তাদের গারদে পোরা হচ্ছে৷

আমরা এমন একটি শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি যেখানে পুলিশই তাকে ফ্যাসিস্ট বলছে৷ আজকের ভারতে সংখ্যালঘু হওয়া অপরাধ, গরিব হওয়া অপরাধ৷ দরিদ্র মানুষের পক্ষে কথা বললে সরকার উৎখাতের চেষ্টার অভিযোগ আনা হয়৷

তথ্যসূত্র: ডয়েচে ভেলে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি