ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

উত্তর নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে ৩৫ জনের মৃত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। সোমবার দেশটির নাসারাওয়া রাজ্যে একটি গ্যাস ট্যাঙ্কার ফেটে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার এসইএমএ তরফে জানানো হয়েছে, একটি পেট্রোল-স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। রাজধানী শহর আবুজার সঙ্গে উত্তর এবং দক্ষিণ নাইজেরিয়ার যোগযোগ রক্ষা করে লাফিয়া মাকুরাডি রোডো। আর এই রোডেই একটি পেট্রোল স্টেশনে গাড়িটি বিষ্ফোরণ করেছে।

এসইএমএ-তে কর্মরত পরিচালক বলেন, গ্যাস বেরোনোর ফলেই এ বিস্ফোরণ ঘটেছে। আমরা সংবাদমাধ্যমকে জানিয়েছি ৩৫ জন এই দুঘটনায় মারা গেছে। যাদের মধ্যে অনেকে ঘটনাস্থলেই মারা যান।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি