ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসির প্রতিনিধিদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধিদল। বুধবার সকালে ১০ সদস্যের প্রতিনিধিদলটি কক্সবাজারে ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে।

প্রতিনিধিদলটি সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কথা শোনেন। পরে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ক্যাম্পে যায়। সেখান থেকে তারা কুতুপালংয়ে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান।

জানা যায়, প্রতিনিধিদলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ওআইসির সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি বৈঠক করেন। ওই বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি