ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর সাক্ষাৎকার: সিসি একটা খুনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১২ সেপ্টেম্বর ২০১৮

মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসিকে হত্যাকারী বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিক বব ওডওয়ার্ডের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সিসিকে হিংস্র বলেও মন্তব্য করেন তিনি।

মিশরে আটক মার্কিন মানবাধিকার কর্মী হিজাজির মুক্তির বিষয়ে সিসির সঙ্গে সমঝোতার পূর্বে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেছিলেন। যদিও ব্রাদারহুডকে ঠেকাতে সিসিকে পরোক্ষভাবে সমর্থন করে মার্কিন প্রশাসন, তবুও সিসিরি প্রতি দেশটির অসন্তুষ রয়েছে। ওডওয়ার্ডের নতুন বই ‘ফিয়ার: ট্রাম্প ইন হোয়াইটহাউজ’তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

তবে প্রেসিডেন্ট মনোনীত হওয়ার কিছুদিন পরই ট্রাম্প সিসিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানায়। ওই সময় সিসিকে একজন আদর্শ মানব হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি। শুধু তাই নয়, এরপর মিশরে অনুষ্ঠিত একপাক্ষিক নির্বাচনে সিসিরি ৯৭ শতাংশ ভোট লাভকেও সমর্থন জানায় ট্রাম্প। তবে বারাক ওবামা সিসির সরকারের সঙ্গে কোনো ধরণের আপস-রফা করেনি।

সূত্র: আলজাজিরা
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি