ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে তেল উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো সর্বোচ্চ অশোধিত তেল উৎপাদন করছে দেশটি। গতকাল বুধবার মার্কিন এনার্জি ডিপার্টমেন্টের এক প্রতিবেদনে এ ধারণা প্রকাশ করা হয়।

রাপিডান এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকন্যালি বলেন, এটা একটি ঐতিহাসিক ধারাবাহিকতা এবং একটি স্মৃতিচিহ্ন। এটি স্মরণ করিয়ে দেবে যে, কখনও যুক্তরাষ্ট্রের তেল প্রতিষ্ঠানের সঙ্গে বাজি লাগতে আসবেন না।

জানা যাচ্ছে, অশোধিত তেলের উৎপত্তিস্থল হচ্ছে টেক্সাস। পশ্চিম টেক্সাসের পারমিয়ান বেসিনে তেল উৎপাদন এত বৃদ্ধি পেয়েছে যে, গত ফ্রেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্র সৌদি আরবকে পেছনে ফেলেছে। মূলত গত জুন এবং আগস্টে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর ফলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো রাশিয়াকে পেছনে ফেলেছে তারা।

যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ২০১৯ সালেও রাশিয়া এবং সৌদি আরবের চেয়ে বেশি তেল উৎপাদন করে এগিয়ে থাকবে তারা।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে সৌদি আরব, রাশিয়াসহ রফতানিকারক দেশগুলো সরবরাহ কমাচ্ছে। এমন পরিস্থিতিতে উৎপাদন বাড়িয়ে এ বাজারে দ্রুত আধিপত্য বিস্তার করার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি